Terms And Conditions


আসসালামু আলাইকুম NK PLUS™ এ আপনাকে স্বাগতম। 

আমাদের ওয়েবসাইট ব্যবহারের কিছু শর্তাবলী -

১- প্রোডাক্ট তথ্য-

আমাদের ওয়েবসাইট এ সকল ছবি রও রিজুয়্যলেশন এ তোলা এবং বিবরণ সহ যতটা সম্ভব সঠিকভাবে প্রদর্শন করা হয়। স্কিন আলোর কারনে বিভিন্ন ডিভাইস এ রঙে সামান্য পার্থক্য তারতম্য হতে পারে।

সাইজ চার্ট অনুযায়ী +-৫ এমন সিনক্রেস হতে পারে ওয়াস এর আগে এবং পরে।

২.অর্ডার এর নিয়ম

ওয়েবসাইট অর্ডার প্লেস করার পর আমাদের প্রতিনিধি যাচাই করে অর্ডার কনফার্ম করে। 

ভুল তথ্য দিলে বা ফেইক অর্ডার দিলে অর্ডার বাতিল হতে পারে

কনফার্মেশন পর আপনার কাছে এসএমএস মাধ্যমে অর্ডারটি সম্পুর্ণ করা হবে।

কনফার্মেশনর পর অর্ডার বাতিল সাধারণত করবেন না।

৩.পেমেন্ট পলিসি

আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং এডভান্স  কিংবা অনলাইন পেমেন্ট দিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেটা করতে পারবেন।

অনলাইন পেমেন্ট সফল না হলে অর্ডার কনফার্ম হবে না


৪.মূল্য ও অফার-

যে কোন সময় মূল্য পরিবর্তন হতে পারে।

অফার ও ডিসকাউন্ট প্রোডাক্ট সীমিত সময়ের জন্য প্রযোজ্য। 

এবং অফারের প্রোডাক্ট সমূহ কোন পরিবর্তন করা সম্ভব নয়।

৫.কপিরাইট -

ওয়েবসাইট এর সকল ছবি,ডিজাইন,লিখা ও লোগো NK PLUS™ এর সম্পওি। অনুমতি ছাড়া এগুলো ব্যবহার করা আইনগত অপরাধ। 


৬.গোপনীয়তা-

আপনার ব্যাক্তিগত তথ্য নিরাপদে রাখা হয় এবং ডেলিভারি ঠিকানা ছাড়া অন্য কোথাও শেয়ার করা হয় না।


৭.শর্তাবলি পরিবর্তন -

প্রয়োজনে Terms & Conditions সময় অনুয়ায়ী  আপডেট করা হতে পারে


সবাই এনকে প্লাস™ এর সাথে থাকবেন এই কামনায়

জাযাকাল্লাহ খাইরান ❤️

Hide

Tk

Items